বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল স্কটিশরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৪:৫৯ PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় দিনেও অঘটন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আইসিসির সহযোগি সদস্য দেশ স্কটল্যান্ড।

এর আগে রোববার টুর্নামেন্টের প্রথম দিনে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রান করে আইসিসির সহযোগি সদস্য দেশ নামিবিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ১০৮ রানেই অলআউট হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। লংকানদের ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় নামিবিয়া।

সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে টস হেরে আগে ব্যাট করে জর্জ মুনসির ৬৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৬০ রান করে স্কটল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৮ রানে অলআউট হয় উইন্ডিজ। ৪২ রানের জয় পায় স্কটল্যান্ড।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত