শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ খেলতে চায় ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫:১৬ PM
গুঞ্জন সত্যি হলো এশিয়া কাপে অংশ নিতে আগামী বছর পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিসিসিআই জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ খেলতে চায় ভারত।

বোর্ড সভা শেষে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানান, পাকিস্তানের মাটিতে পা রাখবে না ভারত। নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ খেলতে আগ্রহী তারা। জয় শাহ বলছিলেন, ‘এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে। আগেও এমনটা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানে যাবো না। সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলব।’

সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে করেছিল ভারত। সেবারও অবশ্য এক এশিয়া কাপ খেলতেই গিয়েছিল দলটি। পাকিস্তান সফরে যাওয়ার আগে সরকারের অনুমোদন প্রয়োজন ছিল বিসিসিআইয়ের। জানা গেছে বিসিসিআই সেই অপেক্ষাতেই ছিল এতোদিন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত