ডেনমার্কের পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে তারা দেখতে পেয়েছেন ‘শক্তিশালী বিস্ফোরণের’ কারণে রাশিয়ার নর্ড স্ট্রিম পাইপ লাইন ছিদ্র হয়ে যায়।
সুইডেনের কৌঁসুলিরাও জানিয়েছিলেন, বিস্ফোরণের কারণে ছিদ্র হয়েছে নর্ড স্ট্রিম পাইপ লাইন। এবার ডেনমার্কও একই কারণ পেল। সুইডেন জানায়, পাইপ লাইনে আরও যে দুটি ছিদ্র পাওয়া যায় সেগুলোও সম্ভবত বিস্ফোরণের কারণেই হয়েছে এবং এগুলো নাশকতা হিসেবে তদন্ত করা হচ্ছে।
গত ২৭ সেপ্টেম্বর সুইডেন ও ডেনমার্কের জলসীমার নিচে দিয়ে বয়ে যাওয়া নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপ লাইনে প্রথম ছিদ্র ধরা পরে। এরপর আরও দুটি ছিদ্র পাওয়া যায়।
রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া গ্যাস সরবরাহের পাইপ লাইনে চারটি ছিদ্রর বিষয়টি তদন্ত করছে সুইডেন-ডেনমার্ক।
বিশ্ব নেতারা দাবি করেছেন, নাশকতা চালিয়ে পাইপ লাইনে ছিদ্র করে দেওয়া হয়েছে। তবে এই নাশকতার পেছনে কে দায়ী এটি নিশ্চিত নয়।
সূত্র: আল জাজিরা
বাবু/এসএম