সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিএনপি এমপিরা কী পদত্যাগ করছেন
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮:৫৯ PM আপডেট: ১৮.১০.২০২২ ৯:০২ PM
গত ১২ অক্টোবর থেকে বিএনপির বিভাগীয় সামবেশ শুরু হয়েছে। এসব সমাবেশে নেতাকর্মীদের আরো বেশী অংশগ্রহণ বাড়াতে নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দলটি। পাশাপাশি চূড়ান্ত আন্দোলনের আগেই বিএনপির দলীয় সদস্যদের সংসদ থেকে পদত্যাগ করাতে চায় বিএনপি। দলীয় এমপিদের পদত্যাগের জন্য তৃণমূল কর্মীদের চাপ আগের থেকে বেড়েছে। বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ ফোরামেও আলোচনা হয়েছে।

আলোচনায় বলা হয়, ‘দলের এমপিদের সংসদে রেখে রাজপথে আন্দোলন কোনভাবেই ভালো দেখায় না এবং সাধারণ মানুষও বিষয়টি ভালো চোখে দেখছেন না। এছাড়াও দলের তৃণমূল কর্মীদের চাপ রয়েছে। সব মিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পদত্যাগ করানোর বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জানা যায়, বিভাগীয় কর্মসূচীর শেষ দিন আগামী ১০ ডিসেম্বরে ঢাকায় সমাবেশের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে দলটির পক্ষ থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, দলীয় সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে পদত্যাগ, যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা ও নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করে তা জাতির সামনে তুলে ধরা। 

গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাত দলীয়  এমপি নির্বাচিত হওয়ার পর এক ধরনের নাটকীয় পরিবেশে তারা সংসদে যোগদান করেন। রাজনৈতিক মহলে আলোচনায় বলা হয়, ‘এমপি হিসেবে সংসদে যাওয়ার সুযোগ তারা হাতছাড়া করতে চাননি।  নির্বাচিত হওয়ার পর দলীয় এমপিরা প্রথম থেকেই সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রচন্ড আগ্রহী ছিল । তখন দল প্রকাশ্যে কোন অবস্থান না দেখালেও তারা সংসদে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এর বাইরে সংসদে যোগ দেয়ার নানা সুফলের বার্তা শীর্ষ মহলে পাঠাতে থাকেন। এমন অবস্থায় দল থেকে যদি সংসদে যোগ না দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা  দেয়া হতো তখন দলের সিদ্ধান্ত উপেক্ষা করেই তারা সংসদে যেতো। এ অবস্থায় তাদের মতিগতির উপর বিবেচনা করে দলের প্রতি আনুগত্য প্রমাণে তাদের যোগদানে কোন ভূমিকা গ্রহণ থেকে বিরত থাকে দলের দপ্তর। সেই থেকে এখন পর্যন্ত তারা পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে সংসদেই আছেন। 

গত কিছুদিন আগে বিএনপির জেলা ও বিভাগীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের এই পর্যায়েও কেন দলের সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন নেতা। বৈঠকে গত সপ্তাহে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে জেলা নেতাদের বৈঠকের সারমর্ম নিয়ে বিশদ আলোচনা হয়। চার দিনব্যাপী ওই বৈঠকে ৯২ জন নেতা বক্তব্য দেন। তাঁদের বক্তব্য থেকে পাওয়া ২২টি বিষয় নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়।বর্তমান সংসদে বিএনপির সাতজন এমপি আছেন। তাঁদের অন্তত দুজন এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সংসদ থেকে পদত্যাগ করার আগ্রহ জানিয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।   

দলের দায়িত্বশীল নেতারা জানান, ঢাকার মহাসমাবেশ থেকে আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। তবে আগে সংসদ সদস্যদের পদত্যাগসহ এই তিনটি সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রে ১০ তারিখের আগেই পদত্যাগের ঘোষণা দেয়া হতে পারে। বিএনপি নেতারা বলছেন, সরকারবিরোধী আন্দোলনের স্বার্থে পর্যায়ক্রমে নেয়া হবে সিদ্ধান্ত। দলের বার্তা মানতে প্রস্তুত সংসদ সদস্যরাও। আন্দোলনের স্বার্থে ধাপে ধাপে নেয়া হবে সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত পেলে পদ ছাড়তে প্রস্তুত এমপিরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আসলে সবাই এক লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে; ডান-বাম আর আগে-পিছে সবাই চলছে এক হয়ে। এ চলার পথে যখন যে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন তখন সেটা নেয়া হবে। এ বিষয়ে দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘দল সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আমরা সে সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাব। আর জনগণের এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে  পদত্যাগ করতে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই।’ 

বাবু/জেএম
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত