মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ডিউক বলে মুশফিকের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১:৩০ AM
চলছে ২৪তম জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড। এবারের আসরে ডিউক বলে খেলা হওয়ায় ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না ব্যাটাররা। তবে ভিন্ন চিত্র দেখা গেলো মঙ্গলবার রাজশাহী-ঢাকা মেট্রোর ম্যাচে। ইনজুরি কাটিয়ে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন রাজশাহীর ব্যাটার মুশফিকুর রহিম।

ডিউক বলে ব্যাটে হাতে দেশের ক্রিকেটাররা যখন দিশেহারা, ঠিক সেই মুহুর্তে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিক। দিনশেষে ঢাকার বিপক্ষে ২৪২ বল খেলে ১০৮ রান করে অপরাজিত রয়েছেন রাজশাহীর এই ব্যাটার। মুশফিকের এটি জাতীয় লিগের হয়ে ১৫ তম সেঞ্চুরি। ১০৮ রানে থেকে আগামীকাল আবারও দিন শুরু করবেন এই ব্যাটার।

ব্যাট হাতে মুশফিক আজ ৯৮ বলে ফিফটি পূর্ণ করেন। এরপর ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আরও ১৩০ বল। পেসার রনির করা বলকে লেগ সাইডে ক্লিপ দুই রান নিয়ে শতরানে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার। দিনশেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৩ রান করেছে রাজশাহী।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত