লিটন এখন ঠিক আছে বললেন নান্নু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১:৩৪ AM আপডেট: ১৯.১০.২০২২ ১:৩৯ AM
 বর্তমান সময়ে বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের একজন লিটস দাস। দলের সেরা ক্রিকেটার যখন ইনজুরিতে পড়ে তখন স্বাভাবিকভাবেই সকলের মাঝে চিন্তা বিরাজ করে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিছুটা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তারকা এই ব্যাটার। ফলে গতকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে ছিলেন না লিটন। তাই সবার মনে প্রশ্ন লিটনের সর্বশেষ অবস্থা নিয়ে। সে প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন মিনহাজুল আবেদীন নান্নু। বললেন, লিটন এখন ঠিক আছে।
বাংলাদেশ দলের সাথে এই মুহুর্তে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আছেন প্রধান নির্বাচক নান্নু। সেখান থেকেই গণমাধ্যমে মঙ্গলবার লিটনের ইনজুরির ব্যাপারে সর্বশেষ তথ্য জানিয়েছেন তিনি। নান্নু বলেন, লিটন এখন ঠিক আছে। আমাদের ডাক্তার, ফিজিওরা যে তথ্য দিয়েছে সে অনুসারে সে ভালো অবস্থানে আছে। আশা করছি আগামীকালের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে।'
প্রধান নির্বাচকের সঙ্গে আলাপকালে জানতে চাওয়া হয় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের ব্যাটিং অর্ডার দেখা যাবে কি না? জবাবে নান্নু জানান, 'এটা এই মুহূর্তে বলা কঠিন। কারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হবে। এটা আমরা আগামীকাল বলতে পারব। আরেকটা জিনিস, দলকে পুরোপুরি তৈরি করতে এরপরও আমরা ৪-৫ দিন সময় পাব। ৪-৫ টা প্র্যাকটিস সেশন আছে। তাই আমি মনে করি এর আগে দল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আশা করছি সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকে সেরাটা দেবে।'
ওপেনারদের সম্পর্কেও জানতে চাওয়া হলে গণমাধ্যমে নান্নু বলেন, 'যতটুকু করার আগে করা হয়েছে। এখন বিশ্বকাপের মঞ্চে চলে এসেছে। প্র্যাকটিস ম্যাচের পর কিন্তু কয়েকটা প্র্যাকটিস সেশন আছে, এখান থেকে নিজেদের প্রস্তুত করে খেলার জন্য রেডি হতে হবে। আশা করছি প্রস্তুতি ম্যাচ শেষে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে বিশ্বকাপে সেরা দল খেলতে পারবে।'
বাবু/এসআর
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com. কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
|