শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বাঁচা মরার লড়াই, ডাচদের ১৬৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১২:১০ PM
বাঁচা মরার ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ১৬২ রানের সংগ্রহ পায় লঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবে শুরুতেই ওপেনার পাথুম নিসাঙ্কাকে হারিয়ে খানিকটা ধীরে আগায় লঙ্কান ব্যাটিং। যদিও আরেক ওপেনার কুসাল মেন্ডিস হাল ধরেছিলেন, শেষ পর্যন্ত তিনি ৪৪ বলের ৭৭ রানের চকচকে ইনিংস খেলেছেন।

ধনাঞ্জয়া ডি সিলভা শূন্য রানে ফিরলে চারিথ আসালাঙ্কা নিয়ে হাল ধরেন মেন্ডিস। ৪৫ বলে তাকে নিয়ে গড়েন ৬০ রানের পার্টনারশিপ। আসালাঙ্কা ব্যক্তিগত ৩১ রানে ফিরলে ভানুকা রাজাপাকসেকে নিয়ে ১৯ বলে ৩৪ রানে জুটি গড়েন মেন্ডিস। 
সবমিলিয়ে মেন্ডিসের প্রায় একক চেষ্টায় ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে লঙ্কানরা।

ডাচদের হয়ে পল ভন মাকেরেন ও বাস ডি লিড নিয়েছেন ২টি করে উইকেট।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত