সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
ইন্দো-প্যাসিফিক এনডেভার ২০২২’-এ অংশ নিয়েছে বিমান বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬:২১ PM
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত ‘ইন্দো-প্যাসিফিক এনডেভার ২০২২’-এ অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের একটি সি-১৩০জে বিমানের স্ট্যাটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার লক্ষ্যে ১৮ অক্টোবর থেকে শুরু হয় ইন্দো-প্যাসিফিক এনডেভার ২০২২। এ ছাড়া সি-১৩০জে বিমানের উপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য উভয় বাহিনীর বৈমানিক ক্রু ও টেকনিশিয়ানদের মধ্যে কয়েকটি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ বা প্রশিক্ষণ সম্পর্কিত মতবিনিময়ের আয়োজন করা হয়। পাশাপাশি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স তাদের সি-১৩০জে বিমানের একটি স্ট্যাটিক ডিসপ্লের আয়োজন করে।

এর আগে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ডেভিড থোমা, এএম বিমান সদরে সহকারী বিমান বাহিনী প্রধানের (পরিচালন) সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ইন্দো-প্যাসিফিক এনডেভার ২০২২- এ অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স থেকে ৩৫ জন এবং বাংলাদেশ বিমান বাহিনী থেকে ৪৪ জন ক্রু সক্রিয়ভাবে অংশ নেন।

আইএসপিআর আরও জানায়, প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মি. জেরেমি ব্রুয়ার, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কন্টিনজেন্ট, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত