সাম্প্রতিক সময়ে প্রতারক চক্রের খপ্পরে পরে খোয়া যাওয়া মালামাল উদ্ধারসহ মাসুদ হোসেন (৩২) ও শাহাদাৎ সরদার (৩৪) নামের প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালীর দক্ষিণ শুল্যকিয়ার মো. রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ ও শরীয়তপুর সখিপুরের চরবাঘা ভূইয়াকান্দির আবুল সরদারের ছেলে শাহাদাৎ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন।
এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. রেজাউল করিম, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, ডিআইও ওয়ান মো. সাইদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে আন্তঃ জেলা প্রতারক চক্র সুকৌশলে কলেজ ছাত্রী প্রিয়া আক্তারের কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে প্রতারক চক্র।
এ চক্রটি গত ১০ ই অক্টোবর ফরিদপুরে আসে। পর দিনই রাজবাড়ীতে ঘটনাটি তারা ঘটায় এবং ছটকে পরে। এ ঘটনায় ১৫ অক্টোবর থানায় মামলা দায়ের হলে পুলিশ প্রযুক্তির ব্যাবহার করে মাঠে নেমে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। রাজন নামে আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক অনুসন্ধানে স্কেপোলামিনের কোন অস্তিত্বের তথ্য পাওয়া যায় নি। আমরা গ্রেপ্তার আসামিদেরকে আদালতের মাধ্যমে রিমান্ড চাইব এবং এদের সাথে কারা কারা জড়িত রয়েছে তা বের করার জন্য অভিযান চলমান থাকবে। ব্রিফিংয়ের সময় সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম