শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
সহজ জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৮:২০ PM আপডেট: ২২.১০.২০২২ ৮:২৩ PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। শুরুতে বোলিংয়ে নেমে আফগানদের ১১২ রানেই গুড়িয়ে দেয় জস বাটলারের দল। সহজ লক্ষ্যতাড়ায় কোনো ভুল করেনি অ্যালেক্স হেলস-লিয়াম লিভিংস্টোনরা। ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। 

পার্থ স্টেডিয়ামে শনিবার আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ বোলার স্যাম কারান। প্রথম বোলার হিসেবে ইংলিশদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকারীর তালিকায় নাম লিখিয়েছেন ২৪ বছর বয়সী এ পেসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশ পেসারদের তোপে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তান। স্যাম কারান- বেন স্টোকসদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারছিলেন না আফগানদের টপ অর্ডার ব্যাটাররা। নবিদের রান যখন ১১, তখন রহমানউল্লাহ গুবরাজকে বাটলারের ক্যাচ বানান মার্ক উড।

ধীর গতিতে আফনিস্তানকে এগিয়ে নিতে চাইলেও বেশিক্ষণ পারেননি ইব্রাহিম জাদরান। ৩২ বলে ৩২ রান করে আউট হয়েছেন কারানের বলে। ইব্রাহিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে আফগানরা। এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করেন উসমান গনি। কিন্তু ৩০ রান করা গনিকেও ফেরান কারান। শেষ ৬ ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে না পারলে ১১২ রানে থামে আফগানিস্তানের প্রথম ইনিংস। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত