বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
দেশে ওমিক্রনের নতুন উপ ধরন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৬:০৯ PM

দেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট (উপ ধরণ) ‘এক্স বি বি’ শনাক্ত হয়েছে।  

রোববার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত, আইসিডিডিআর,বি ৯২টি সার্স-কোভ জিনোম সিকোয়েন্স করে দেখেছে, করোনা ভাইরাস এখনো সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ওমিক্রন বিএ.-২ ৮৪ শতাংশ এবং বিএ.-৫ ১৬ শতাংশ শনাক্ত হয়েছিল।

আইসিডিডিআর,বির বিবৃতিতে বলা হয়, এই সাব-ভ্যারিয়েন্টগুলোর বেশিরভাগই একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এক্স বি বি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর) সারাদেশে ছড়িয়ে থাকা ভাইরাসগুলোর ৮৫ শতাংশ। এছাড়া গবেষণা চলাকালে আরেকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছিল।

‘এক্স বি বি’ ভ্যারিয়েন্টটি এর আগে সিঙ্গাপুরে উল্ল্যেখযোগ্য পরিমাণ সংক্রমণ ঘটিয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হংকংসহ অন্তত ১৭টি দেশে এই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত