শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
সিত্রাংয়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত কুবি'র শহীদ মিনার
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪:৩০ PM
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভেঙে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনারের তিনটি পোড়া মাটির ফলক। ২৪ অক্টোবর (সোমবার) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

সরেজমিনে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দুইটি স্তম্ভের বড় স্তম্ভটিতে লাগানো পোড়া মাটির তিনটি ফলক ভেঙে পড়েছে। শহীদ মিনারের ফলক ভাঙার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডোরমেটোরি রোডে, ক্যাফেটেরিয়ায়র সামনে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের  সামনে কিছু গাছ ভেঙে পড়েছে।

শহীদ মিনারের পোড়া মাটির ফলকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী দপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জি. এস. এম. শহিদুল হাসান বলেন, আমি এ বিষয়ে অবগত না। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমরা ঠিক করার ব্যবস্থা করবো। যেহেতু এগুলো সাধারণ মানুষের কাজ না শিল্পীদের, আমরা একাজ করতে পারবো না। তাই আমরা শিল্পীদের সাথে যোগাযোগ করে দ্রুত ঠিক করার ব্যবস্থা গ্রহণ করবো। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, গাছপালা কিছু  হেলে গেছে এবং কিছু গাছপালার ডাল ভেঙে পড়েছে এটি আমি শুনেছি। আগামীদিন এসে যদি বড় ডাল হয় আমরা বাহির থেকে লোক নিয়ে সরানোর ব্যবস্থা করবো এবং হেলে যাওয়া গাছপালা গুলো ডালপালা ছেঁটে ঠিক করার ব্যবস্থা করবো।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত