শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির হানা
বৃষ্টিতে পরিত্যক্ত হলো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৫:১৭ PM
অস্ট্রেলিয়ায় আয়োজিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির হানা যেন থামছেই না। বৃষ্টির কারণে এর আগে ফল আসেনি সাউথ-আফ্রিকা জিম্বাবুয়ের ম্যাচে। সহজ জয় হাতছাড়া করতে হয়েছে টেম্বা বাভুমার দলকে। এবার বৃষ্টিতে পরিত্যক্ত হলো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচও।

বুধবার বৃষ্টির কারণে মেলবোর্নের প্রথম ম্যাচে কপাল পুড়েছে ইংল্যান্ডের। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে আইরিশদের কাছে ৫ রানে হেরেছে জস বাটলারের দল। অনুমান থেকে বলা যায়, দ্বিতীয় ম্যাচে কপাল পুড়েছে নিউজিল্যান্ডেরই। কারণ খর্বশক্তির আফগানিস্তানের বিপক্ষে দুটো পয়েন্ট হয়তো ধরেই রেখেছিল কেন উইলিয়ামসনের দল।

এর আগে বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশন শুরু করেছিল নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ব্ল্যাকক্যাপসদের। তবে ভাগাভাগিতে আপত্তি থাকার কথা নয় আফগানিস্তানের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর এই ১ পয়েন্ট হয়তো আত্মবিশ্বাস যোগাতে পারে মোহাম্মদ নবির দলকে। 

বৃষ্টিতে পয়েন্ট হারালেও গ্রুপ ওয়ানে এখনও শীর্ষে নিজিল্যান্ড। অন্যদিকে ২ ম্যাচ খেলে সমান একটি করে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড আছে গ্রুপের তলানিতে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত