রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
স্বামীর পরিচালনায় পর্দায় ফিরছেন জেনেলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২:২৮ PM

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। বলিউড তারকা রিতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর সংসার নিয়েই দীর্ঘ সময় ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেনেলিয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর আসন্ন সিনেমা ‘ভেদ’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন জেনেলিয়া।

সেই সঙ্গে সিনেমায় তাঁর প্রথম লুকও প্রকাশ করেছেন। ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এটি তাঁর প্রথম মারাঠি সিনেমা হতে যাচ্ছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জেনেলিয়া।

সিনেমাটি পরিচালনা করবেন জেনেলিয়ার স্বামী ও বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিতেশের।

ভক্তদের জন্য ভেদের একাধিক পোস্টার শেয়ার করেছেন জেনেলিয়া। পোস্টারে স্বামী রিতেশ দেশমুখের সঙ্গে ভারতীয় মেয়ের লুকে দেখা গেছে তাকে। হাতে সিগারেট নিয়ে রুক্ষ চেহারায় দেখা গেছে রিতেশকে।

পোস্টার শেয়ার করে জেনেলিয়া মারাঠি ভাষায় লিখেছেন, 'আমার জন্ম মহারাষ্ট্রে। আমি অভিনয় শুরু করার পর হিন্দি-তামিল-তেলুগুর মতো বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেখানকার দর্শকদের অগাধ ভালোবাসা পেয়েছি। রিতেশের প্রথম পরিচালনার মাধ্যমে আমার মারাঠি চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। মারাঠিতে কাজ করে আমার মনে হচ্ছে, আমি আমার কাজে পূর্ণতা পেয়েছি। '

‘ভেদ’ ছাড়াও বলিউড ফিল্ম ‘মিস্টার মমি’তে অভিনয় করবেন জেনেলিয়া। ভূষণ কুমার প্রযোজিত সিনেমাটিতে রিতেশও রয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত