রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২:১৬ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লিটন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বন্ধু শাওন (১৫) ও মারুফ (১৫) এবং পথচারী জয়নাল আবেদীন (১৫)। এরা সবাই ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে ফলদা ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন গোপালপুর উপজেলার জ্যোত আতাউল্ল্যা গ্রামের আয়নাল হকের ছেলে। আহতরা একই গ্রামের আব্দুল খলিলের ছেলে শাওন, মোঃ রহিজ উদ্দিনের ছেলে মারুফ ও আবুল হাসেনের ছেলে জয়নাল আবেদীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনবন্ধু একই মোটরসাইকেলে ফলদা ঘোনাপাড়া প্রাইভেট পড়তে বের হন। বন্ধু মারুফের মোটরসাইকেলটি লিটন চালাচ্ছিল। মোটরসাইকেলটি ফলদা ঘোনা পাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারি জয়নালের সাথে এবং পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চারজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার খাদেমুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে মোঃ লিটনকে মৃত ঘোষনা করা হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত