অসাধুচক্রের কারণে আমাদের (ঢামেক) কটু কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, আমরা আইসিইউ এবং এইচডিইউতে সব ধরনের ওষুধ বিনামূল্যে দিয়ে থাকি। অনেক সময় সুবিধাভোগী লোকজন রোগীদের ছল-চাতুরীর আশ্রয় নিয়ে অনেকে এখানেও ওষুধ কিনিয়ে থাকেন। এতে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হয়। আমি চিকিৎসকদের বলবো এইসব সমস্যা সমাধান করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) ঢামেকের গ্যালারি-১ এ নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ঢামেক পরিচালক বলেন, ঢাকা মেডিকেলে সেবা নিতে মানুষের অনেক বেশি চাহিদা থাকে। আমাদের হিমশিম খেতে হয় তাদের সেবা দিতে। আমাদের এখানে নিউরোসার্জারি চিকিৎসার জন্য আলাদা বেডের ব্যবস্থা করা প্রয়োজন। এর উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন করতে সময় লাগছে।
তিনি বলেন, নিউরোসার্জারি বিভাগের চিকিৎসায় যদি ৫০টা বেড নতুন সংযোজন করা হয় সেটাও যথেষ্ট হবে না। দেখা যাবে এই ৫০ বেড পরিপূর্ণ হতে সর্বোচ্চ ২ দিন সময় লাগবে। তাই সেজন্য অবশ্যই বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।
এসময় আগামী বছর স্ট্রোক দিবস আসার আগেই ঢাকা মেডিকেলে নিউরোলজি বিভাগে পরিবর্তন আনার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে মেডিসিন ও নিউরোসার্জারি বিভাগকে রিসার্চ করার অনুরোধ করে এ কাজে ফান্ডিং সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার। এতে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী প্রমুখ।
বাবু/এসআর