রাজধানীর পিলখানায় বিজিবি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শনিবার (২৯ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির ঢাকা সেক্টরের ব্যবস্থাপনায় পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সুইমিং কমপ্লেক্সে বিজিবি সাঁতার প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় বিজিবির সব রিজিয়ন ও সেক্টর থেকে সাতটি সাঁতার দল অংশ নেয়। এতে ১০টি ব্যক্তিগত ও দুটি দলগত ইভেন্টেসহ মোট ১২টি ইভেন্টে ২৩ জন নবীন এবং ১০৯ জন প্রবীণসহ সর্বমোট ১৩২ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ ও তিনটি রুপার পদক পেয়ে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং দুটি স্বর্ণ, পাঁচটি রুপার ও চারটি তামার পদক পেয়ে কক্সবাজার রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দলগত ইভেন্ট ওয়াটার পোলো খেলায় ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন ও সরাইল রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
দলগত এবং ব্যক্তিগত ইভেন্টে বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে কক্সবাজার রিজিয়নের সিপাহী মো. রুবেল মিয়া শ্রেষ্ঠ নবীন এবং ঢাকা সেক্টরের মো. ওহিদুজ্জামান শ্রেষ্ঠ প্রবীন সাঁতারু হিসেবে নির্বাচিত হন।
সমাপনী বক্তব্যে বিজিবি মহাপরিচালক বলেন, সুস্থ শরীর ও মনের জন্য সাঁতার একটি অত্যন্ত কার্যকরী স্পোর্টস। বিজিবির সসব সদস্যদের তিনি নিয়মিত সাঁতার কাটার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় পর্যায়ে ভালো ফলাফল অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিজিবি সাঁতার প্রতিযোগিতার ২০২২ সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, অসামরিক কর্মকর্তা এবং বিজিবির সৈনিকরা উপস্থিত ছিলেন।
বাবু/এসআর