রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সেনাবাহিনীর সাহায্য চাইলেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১০:১৪ PM আপডেট: ০৪.১১.২০২২ ১০:৫৭ PM

বৃহস্পতিবারের জনসভায় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমরান খান। বন্দুকধারীর হামলায় আহত হওয়ার পর শুক্রবারই প্রথম জনসম্মুখে এলেন ইমরান।

এবার তিনি দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন সামরিক বাহিনীর কাছে। ইমরান বলেন, যদি সামরিক বাহিনী একত্রিত থাকত তবে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যেত না। কেবল সামরিক বাহিনীর সহায়তায় রাজনৈতিক দলগুলো দেশকে একতাবদ্ধ করতে পারে।

শওকত খানম হাসপাতাল থেকে দেওয়া ভাষণে ইমরান বলেন, ‘আমরা ইতিহাস থেকে শিখিনি।’‘আমি যখন প্রথম মার্চে নেমেছিলাম, তখনই বলেছিলাম তারা আমাকে হত্যা করবে।’ইমরান আরও বলেন, ‘আমি জাতির কাছে জানতে চাই, আমরা কী এভাবে থাকতে চাই নাকি আমরা আমাদের ভাগ্য বদল করে মুক্ত হতে চাই?’

এই ভাষণে ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে, দেশ রক্ষা করার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেন, ‘যদি আপনি কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে এই জাতি আবারও ভাঙতে শুরু করবে।’

সূত্র: ডন

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত