অল্প কথায় খুব প্রাণোচ্ছল ছিলেন সময়ের তুলনায় এগিয়ে থাকা আনিকা তাবাসুম। একাধারে বহুগুণের অধিকারী তেমনী রূপেও। ফলে অভিনয় অঙ্গনের পথটা ধীরে ধীরে আরো প্রশ্বস্ত করছেন তিনি। অভিনয়ের লড়াইটা শুরু করেছিলেন প্রায় তিন বছর আগেই। সেই থেকে শুরু নিজের মেধা আর অভিনয় সত্তা দিয়ে কাজ করে যাচ্ছেন নীরবেই। ফুলের সুভাস থাকলে তা ছড়াবেই সেই মন্ত্রে উদ্দীপ্ত আনিকা নীরবে কাজ করছেন। ফলে তার অভিনয়ের সুভাস ছড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত কয়েকটি আলোচিত চরিত্র তাকে এনে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। তার কয়েকটি নাটক বা ধারাবাহিক বিপুল দর্শকপ্রিয়তা এনে দিয়েছে।
সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির সাথেও কাজ করেছেন তিনি। টেলিভিশনে প্রায় ১২টির অধিক কাজ করেছেন আনিকা । তার মধ্যে কাজলরেখা, টুইন ভিলেজ, ফ্যামিলি প্রবলেম অন্যতম। নাটকের সংখ্যা তার ৪০ অধিক। এছাড়া ওয়েব সিরিজেও বেশ দক্ষতা দেখিয়েছেন আনিকা। একজন আদর্শ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে স্বপ্ন দেখা আনিকা বলেছেন, ‘অভিনয়টা নেশার মতোই কাজ করে। অভিনয়ের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।’ ইতমধ্যে আনিকা দর্শক মহলে ভালো সাড়া ফেলতে স্বক্ষম হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই। ব্যাটে বলে মিললে নিজের সেরাটাই দিতে পারবেন বলে নিজেও মনে করেন আনিকা। সেই প্রমাণ তার অভিনিত নাটক বা সিরিজগুলো। নিজের রূপ আর অভিনয়ের সৌন্দর্য দিয়ে যে কোন চ্যালেঞ্জ নিতে চান আনিকা।
বিশেষ করে শিক্ষা ও সচেতনতা মূলক গল্পের মাধ্যমে সমাজের জড়তা ভাঙতে চান আনিকা। সমাজ সংস্কারে ভূমিকা রাখতে চান। তিনি জানান, ‘তার অভিনয়ের আয় দিয়ে ‘বিদ্যাসভা’ নামের প্রতিষ্ঠান পরিচালনা করছেন। যার মাধ্যমে তিনি সমাজের অবিহেলিত শিশুকিশোরদের মানবিক মূল্যবোধ শেখানোর কাজটা করে যাচ্ছেন। ময়মনসিংহের এই কন্যা রাজধানীর ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যায়নরত। পড়ালেখা, শিশুদের নিয়ে কাজ করার মাঝে অভিনয়টা চালিয়ে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি তার বিদ্যাসভা নিয়েও আছে বিশাল পরিকল্পনা। সম্পূর্ণ অলাভজনক এই সংগঠনটি এখন প্রায় ৭০ জন শিশুকিশোরকে শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন। সারাদেশেই সংগঠনটি ডানা মেলতে শুরু করেছে।
আনিকা স্মৃতিচারণ করে বলেন, ‘নানা কারণে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ খুবই কম ছিলো। একসময়ে মায়ের প্রেরণায় স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হয়ে যাই। মূলত মায়ের কাছ থেকে পাওয়া সাহস থেকেই আমি নিজেকে প্রকাশ করতে শুরু করি। বুঝতে পারি আমার দ্বারা নতুন কিছু করা বা স্বপ্নকে জয় করা সম্ভব। সেই থেকে নিজেকে পরিবর্তন করার লড়াইটা শুরু হয়।
আনিকা অভিনয় নিয়েও পড়াশোনা করেছেন। এরপর অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আনিকা পথ চলছেন। তবে শুরুটা খুব একটা মসৃন ছিলো না। নিজেকে তৈরী করতে সাধনা করতে হয় এবং এখনো করে যাচ্ছেন। জানা যায়, আনিকা অভিনিত ধারাবাহিক ও নাটকগুলোতে দারুণ অভিনয় করেছেন। অনলাইন মাধ্যমেও তার সিরিজগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে। আগামি দিনে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চান। আরো দৃঢ়তার সাথে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরতে চান। তাঁর এই পথ চালায় আমাদের শুভকামনা রইলো।
বাবু/জেএম