রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
আখাউড়ায় প্রেমে প্রত্যাখাত হয়ে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৯:০৯ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে প্রত্যাখাত হয়ে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করায় থানায় অভিযোগ দিয়েছে ওই ছাত্রীর পরিবার। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে ওই ছাত্রীর পিতা মো. শাহ আলম বাদী হয়ে মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের সানু মিয়ার ছেলে শামীম মিয়া (২০)সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।  

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শামীম মিয়া গত ১৫/২০ দিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম মিয়া ও তার সহযোগিরা ওই ছাত্রীর পথরোধ করে। তার হাত ধরে টানাটানি করতে থাকে। ওই ছাত্রী প্রতিবাদ করলে শামীম মিয়া ছুরি দিয়ে তার বাম হাতে আঘাত করে। এসময় ওই ছাত্রীর চিৎকার শুনে পথচারিরা এগিয়ে আসলে ওই যুবকরা দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়।

ছাত্রীর বাবা মো. শাহ আলম বলেন, শামীম মিয়া আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। দুপুরে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় থামিয়ে আপত্তিকর প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমার মেয়েকে ধারালো ছুরি দিয়ে বাম হাতে আঘাত করে। এদিকে এ ঘটনার বিচার চেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা এবং শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের নিকট লিখিত আবেদন করেছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত