সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭:৫৯ PM
নভেম্বর মাসের প্রথম আট দিনে সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। আর এই আট দিনে ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৭৪ জন।

বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু-আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৪ জনে।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৫৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২২৯ জন। গত আট দিনের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ১ নভেম্বর ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯৮৩ জন। এরপর ২ নভেম্বর ১০৯৪ জন, ৩ নভেম্বর ৮৮২ জন, ৪ নভেম্বর ৪২৮ জন, ৫ নভেম্বর ৭৮৮ জন, ৬ নভেম্বর ৯০৮ জন, ৭ নভেম্বর ৮৭৫ জন এবং ৮ নভেম্বর ৮২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে, গত ১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৭ জন। এরপর ২ নভেম্বর ৪ জন, ৩ নভেম্বর ৯, ৪ নভেম্বর ১, ৫ নভেম্বর ৫, ৬ নভেম্বর ৩, ৭ নভেম্বর ৭, ৮ নভেম্বর ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৯ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৫৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ২৬৭ জন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত