শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৮:৫২ PM
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার নর্দার্ন ইংল্যান্ডের এক অনুষ্ঠানে তাদের লক্ষ্য করে ওই ব্যক্তি অন্তত চারটি ডিম ছুড়ে মেরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, নর্দার্ন ইংল্যান্ডের ইয়র্ক শহরে এক অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন রাজা ও তার স্ত্রী। এ সময় লোকজনের সাথে কুশল বিনিময় করছিলেন তারা। সেই সময় আচমকা তাদের দিকে চারটি ডিম একের পর এক ছুড়ে মারেন ওই ব্যক্তি। তবে ডিমগুলো তাদের শরীরে লাগেনি। সেগুলো মাটিতে পড়ে ভেঙে যায়।

পরে পুলিশের কর্মকর্তারা স্লোগান দিতে থাকা ওই বিক্ষোভকারীকে আটকের জন্য ছুটে যান। ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে সেখানে উপস্থিত অন্যান্য লোকজন হামলাকারীকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এ সময় অনেকে ‘সৃষ্টিকর্তা রাজাকে রক্ষা করুন’ বলে স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশের কর্মকর্তারা তাকে আটক করে নিয়ে যান। ওই ব্যক্তি ডিম ছুড়ে মারলেও ব্রিটিশ রাজা ও কুইন কনসোর্ট ক্যামিলাকে ভিডিওতে বিচলিত হতে দেখা যায়নি। বরং তারা এই ঘটনার পরও লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ গত সেপ্টম্বরে মারা যাওয়ার পর দেশটির নতুন রাজা হন তৃতীয় চার্লস। বর্তমানে নর্দার্ন আয়ারল্যান্ডে তিন দিনের এক সফরে রয়েছেন তিনি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের ওপর ডিম হামলার ঘটনা নতুন কিছু নয়। অতীতেও এ ধরনের ঘটনা দেখা গেছে। চলতি বছরেই ইংল্যান্ডের মধ্যাঞ্চলের নটিংহাম সফরের সময় ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়িবহর লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছিল। এছাড়া ১৯৯৫ সালে ডাবলিনে এক অনুষ্ঠান চলাকালীন ব্রিটিশ-বিরোধী বিক্ষোভকারীরা চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছিলেন।

সূত্র: রয়টার্স

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত