দারুণ এক ফিফটি করে পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন মোহাম্মদ রিজওয়ান। সেই রিজওয়ান আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন।
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যেই। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তানের এই ওপেনার বিপিএলে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।
আজ বুধবার কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে রিজওয়ানকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘রিজওয়ান পাকিস্তান দলের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। এমনকি তিনি বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের ব্যাটারও ছিলেন। তার হার্ড হিটিং ব্যাটিং পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যে বিরাট অবদান রেখেছে এবং সে উইজডেনের ২০২১ সালের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।’
কুমিল্লা সেই পোস্টে আরও যোগ করে, ‘তিনি উচ্চমানের এবং বিস্ফোরক প্রতিভার একজন খেলোয়াড়। বিপিএল ২০২৩-এর জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোহাম্মদ রিজওয়ানকেই প্রথম খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে। আমরা আপনাকে ভিক্টোরিয়ান পরিবারে স্বাগত জানাতে পেরে সৌভাগ্যবান!’
বাবু/এসআর