শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ইংলিশ দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে পাত্তা পাচ্ছে না ভারতীয় বোলাররা
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৪:৩২ PM আপডেট: ১০.১১.২০২২ ৪:৩৫ PM

বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে টিম ইন্ডিয়া। জবাবে হেলস-বাটলারের ব্যাটিং ঝড়ে দাপুটে সূচনাই করেছে ইংল্যান্ড।

ষষ্ঠ ওভার করতে আসা অক্সার প্যাটেলকে একটি করে চার-ছয় মেরে ১১ রান তোলেন দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার। যাতে পাওয়ার-প্লের ৬ ওভারেই ৬৩ রান তুলে ফেলে ইংল্যান্ড।

আর এতে সহজেই অনুমেয় যে, ভারতের করা ১৬৮ রানের জবাব দিতে নেমে কতটা মারমুখী ও দাপুটে ব্যাটিং করছে ইংলিশরা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৯১ রান। মাত্র ২৮ বলে ফিফটি হাঁকিয়ে হেলস ৫১ রানে এবং বাটলার ৩৬ রানে ক্রিজে আছেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে ভারত। যার ফলে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৬৯ রান। জর্ডন ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত