শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
উইকেটের খোঁজে ভারত
ফিকে হয়ে আসছে ফাইনালের আশা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৪:৪৭ PM
বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার কল্যাণে ভারতের ১৬৮ রানের ইনিংসকে আমলেই নিচ্ছেন না ইংল্যান্ড। শুরু থেকে উইকেটের জন্য হন্যে হয়ে থাকলেও কোনো চান্সই দেওয়া হয়নি ভারতীয় বোলারদের। জস বাটলার ও হেলসের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়া প্লেতে ইংল্যান্ড তুলেছে ৬৩ রান। 

টি-টোয়েন্টি বিশ্বাকপের ফাইনালে টিকিট পেতে মরিয়া দুদলই। জস বাটলার ও হেলসের তান্ডবে সেই আশা অনেকটা ফিকে হয়ে যাচ্ছে ভারতের। এখনই রোহিতদের কপালে ভাঁজ দেখা যাচ্ছে। সবশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.১ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১২৫ রান। হেলস ৪০ বলে ৭৭ রান এবং বাটলার ৩৪ বলে ৪৫ রানে ব্যাট করছেন।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান করে। ধীরে ধীরে রানের গতি বাড়ান বিরাট কোহলি-রোহিত শর্মা। তবে তাতে ৬ ওভারে ৩৮ রানের বেশি করতে পারেনি ভারতীয়রা। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত। ভারতের অধিনায়ককে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস জর্ডান। বড় স্কোর করতে পারেননি সুর্যকুমার যাদবও। ১০ বলে ১৪ রান করে ফিরেছেন আদিল রশিদের বলে। 

চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলে আউট হন ডানহাতি তারকা এ ব্যাটার। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ৩৩ বলে ৬৩ রানের ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত