সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বিমানবন্দর থানার বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু (২৬) ও গোয়াইপাড়ার মৃত নুর মিয়ার ছেলে মনা (২৫)। র্যাব কর্মকর্তা আফসান আল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার নোয়াখালি বাজার এলাকার নুরপুরে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে র্যাব।
প্রসঙ্গত, রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের বড়বাজার এলাকায় ১১৮ নং বাসার সামনে আ ফ ম কামালকে তার প্রাইভেটকারের গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে এই ঘটনার জেরে রাতে নগরীতে ব্যাপক বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
পরবর্তীতে মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে নিহতের ভাই মইনুল হক সিলেটের বিমানবন্দর থানায় আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করে মোট ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাবু/জেএম