বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
মার্কিন জেনারেলের দাবি
যুদ্ধে রাশিয়া-ইউক্রেন উভয়ের লক্ষাধিক সেনা হতাহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৪:৫১ PM

ইউক্রেনের সঙ্গে প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য হতাহত হয়েছে। ইউক্রেনের হতাহত সৈন্যের সংখ্যাও প্রায় সমান। বুধবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক জেনারেল এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

নিউইয়র্কে একটি ইকোনমিক ক্লাবে বক্তৃতাকালে জেনারেল মার্ক মাইলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি ‘অভূতপূর্ব কৌশলগত ভুল’, যার জন্য দেশটিকে বছরের পর বছর ধরে মূল্য দিতে হবে।

দীর্ঘদিন হুমকি-ধামকির পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ইউক্রেনও সর্বশক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ কিয়েভের পশ্চিমা মিত্ররা।

মাইলি বলেছেন, এই যুদ্ধ ভয়ংকর মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। এতে ইউক্রেনের দেড় কোটি থেকে তিন কোটি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে, মারা গেছে প্রায় ৪০ হাজার।

তিনি বলেন, দেখা যায়, যুদ্ধে এক লাখের বেশি রুশ সৈন্য নিহত ও আহত হয়েছে। সম্ভবত একই অবস্থা ইউক্রেনীয় পক্ষেও।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এ সামরিক কর্মকর্তা বলেছেন, আসন্ন শীতে যুদ্ধের সম্মুখভাগ কিছুটা স্থিতিশীল হলে সংঘাতের অবসানের জন্য আলোচনার সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, যখন আলোচনার সুযোগ থাকে, যখন শান্তি অর্জন করা যায়, তখন তা গ্রহণ করুন।

কিন্তু শেষপর্যন্ত সমঝোতা যদি না হয়, তখন কী হবে? মাইলি বলেছেন, যুক্তরাষ্ট্র তখনো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যাবে। যদিও উভয়পক্ষের জন্যই সামরিক বিজয়ের সম্ভাবনা ক্রমেই ফিঁকে হয়ে আসছে।

তিনি বলেন, উভয়কেই স্বীকার করতে হবে, সামরিক বিজয় সম্ভবত সত্যিকার অর্থে সামরিক উপায়ে অর্জনযোগ্য না-ও হতে পারে। তাই অন্য কৌশলে ফিরতে হবে।

খেরসন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের বিষয়ে এ মার্কিন জেনারেল জানান, অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলটি থেকে সত্যি সত্যি রাশিয়ার সৈন্য প্রত্যাহারের কিছু লক্ষণ দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে দিনিপ্রো নদীর তীর থেকে ৩০ হাজারের মতো রুশ সৈন্য সরিয়ে নিতে কয়েকদিন, এমনকি সপ্তাহও লেগে যেতে পারে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত