রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ভাবতেই পারিনি বিশ্বকাপ খেলব : অ্যালেক্স হেলস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৬:৪৯ PM
অ্যাডিলেড ওভালে আজ অনুষ্ঠিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়েছে ইংল্যান্ড। ১০ উইকেটের বড় ব্যবধানে রোহিত শর্মার দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে জস বাটলারের দল। বড় মঞ্চে ইংলিশদের এমন দাপুটে জয়ের নায়ক অ্যালেক্স হেলস। ৪৭ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তিনি।

৪ চার ও ৭ ছয়ের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন হেলস। পুরস্কার নিতে এসে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন ডানহাতি এ ওপেনার। ইংল্যান্ডের বিশ্বকাপ দলেই যে প্রথমে ছিলেন না মারকুটে এ ওপেনার!

দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে সুযোগই পাননি হেলস। বিশ্বকাপেও ছিলেন না বিবেচনায়। আসরের ঠিক আগে জনি বেয়ারস্টো ইনজুরিতে পড়লে ভাগ্য খোলে তার। শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত হন ডানহাতি এ ওপেনার। ভারতের বিপক্ষে ম্যাচসেরা হয়ে তাই জানালেন, বাদ পড়ার পর ভাবতেই পারতেন না যে বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। হেলস বলেন, ‘ভাবতেই পারিনি যে বিশ্বকাপ খেলব, তাই সুযোগ পাওয়াটাই ছিল বিশেষ অনুভূতি। এমন একটি দেশে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছি যে দেশটাকে আমি ভালোবাসি এবং সময় কাটাতে পছন্দ করি। আজকের রাতটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা রাত। বাটলারও অবিশ্বাস্য ব্যাটিং করেছে।’

হেলস যোগ করেন, ‘ভারতের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে এমন একটা ইনিংস, বিশাল অর্জন এটা। ওদের বিপক্ষে যেভাবে খেলেছি তাতে সত্যিই বেশ খুশি। মাঠটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো, বিশেষ করে পাওয়ারপ্লেতে ব্যাটিং করার জন্য। দুর্দান্ত সব শট খেলা যায় এখানে। এই মাঠে অনেক ভালো স্মৃতি আছে আমার, এখানে ব্যাটিংটা উপভোগ করি।’

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত