রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বোয়ালমারীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৬:৪৪ PM আপডেট: ১০.১১.২০২২ ৬:৪৭ PM
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের মাঝে 'সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, এ বছর সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ১০টি সিডার, ৯টি রিপার, ৩টি পাওয়ার থ্রেসার, ৫টি মেইজ শেলার, ৫টি বেড প্লান্টার, ৩টি রাইস ট্রান্সপ্লান্টার, ৪টি পাওয়ার স্প্রেয়ার এবং ৭টি পটেটো ডিগার যন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে যন্ত্র বিতরণ করছে। তিনি আরো বলেন, এতে করে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অন্যদিকে অত্যন্ত কম সময়ে কৃষক ফসল ঘরে তুলতে পারবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত