মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
বিশ্বের প্রথম টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে চার হাজারি ক্লাবে কোহলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৭:৩২ PM আপডেট: ১০.১১.২০২২ ৭:৩৫ PM
দীর্ঘদিন ধরে অফফর্মে থাকায় সমালোচনাটা কম হয়নি তাকে নিয়ে। তবে এশিয়া কাপের পর ফর্মে ফিরে সেসব সমালোচনার জবাবই যেন দিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে ছন্দে ফেরার পর আগের মতোই রেকর্ডের ফোয়ারা ছোটাচ্ছেন ভারতীয় এ তারকা। 

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে মাঠে নেমেছে ভারত। ম্যাচে ৪০ বলে ৫০ রান করে দলকে বড় সংগ্রহের ভিত এনে দিয়েছিলেন বিরাট কোহলি। তাতে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের মালিক এখন কোহলি।

ক্ষুদ্রতম ফরম্যাটে এখন পর্যন্ত ১১৫ ম্যাচ খেলেছেন কোহলি। তাতে ৫২.৭৩ গড়ে তারকা ব্যাটারের মোট রান ৪০০৮। সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা। ১৪৮ ম্যাচে ভারতীয় অধিনায়কের রান ৩৮৫৩। তালিকার তৃতীয় অবস্থানে থাকা মার্টিন গাপটিলের রান ৩৫৩১ রান। 

এদিকে অ্যাডিলেড ওভালের ম্যাচে ভারতকে কাঁদিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। বড় মঞ্চের বড় প্রতিপক্ষ ও শক্তিশালী ভারতের বোলিং লাইন আপ কোনোকিছুই পাত্তা দেয়নি ইংলিশ ওপেনাররা। জস বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ইনিংসে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত