এসিআই মার্টস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। দেশের স্বনামধন্য কোম্পানি এসিআইয়ের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে।
শনিবার (১১ নভেম্বর) রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারে একসঙ্গে পথচলার ষষ্ঠ বছর উদযাপন করলো এসিআই মটরস্ ও ইয়ামাহা। অনুষ্ঠানে এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও দেশব্যাপী ইয়ামাহার সব শো-রুমে ইয়ামাহা ইউজার ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যদের নিয়ে এ উৎসব উদযাপন করা হয়।
২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে এসিআই মটরসের সঙ্গে। বর্তমানে সমগ্র দেশে ইয়ামাহার ৯৯টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস ও স্পেয়ারস) ডিলার পয়েন্টের মাধ্যমে কাস্টমারদের সেবা দিয়ে আসছে। শুরু থেকেই এসিআই মটরস্ গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিশ্বমানের বিক্রয়োত্তর সেবার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।
বাবু/এসএম