রাজধানীর গেন্ডারিয়া থানার একশ কাঠা এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বৃষ্টির (২০) বাড়ি ঠাকুরগাঁও জেলার রসুলপুর গ্রামে। তিনি স্বামী সুমন ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে একই বাসায় থাকতেন। সুমন একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানে চাকরি করেন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক আব্দুল কাদের জানান, রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসার বাথরুমের ঝর্ণার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় বৃষ্টির লাশ উদ্ধার করেন।
তিনি আরও জানান, সম্প্রতি স্বামীর সঙ্গে বৃষ্টির ঝগড়া হয়েছে বলে পরিবার থেকে জানা গেছে। মনোমালিন্য থেকেও এমন ঘটনা ঘটতে পারে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বাবু/এসআর