ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের একপর্যায়ে গতকাল বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ হয় চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের। সেখানে ট্রুডোকে সামনে পেয়ে ক্ষোভ ঝেড়েছেন শি। এর আগে জি-২০ সম্মেলন চলাকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন এ দুই নেতা। চীনা প্রেসিডেন্টের অভিযোগ, ওই বৈঠকে যে আলোচনা হয়েছে, তা ফাঁস করেছেন ট্রুডো।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগে এ দুই নেতার কথোপকথনের একটি ভিডিও প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়, একজন অনুবাদককে সঙ্গে নিয়ে শি চিনপিং মান্দারিন ভাষায় ট্রুডোকে বলেন, ‘আমরা যা আলোচনা করেছি, তার সবকিছুই পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এটি ঠিক নয়।’
হাসতে হাসতে মাথা নেড়ে কানাডার প্রধানমন্ত্রী জবাব দেন, ‘কানাডায় আমরা অবাধ ও খোলামেলা আলোচনায় বিশ্বাসী এবং সামনেও এভাবেই চালিয়ে যাব।’
ট্রুডো আরও বলেন, ‘আমরা একসঙ্গে গঠনমূলকভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাব। তবে এমন বিষয়ও থাকবে, যেখানে আমাদের মতের পার্থক্য রয়েছে…।’ এ সময় ট্রুডোকে থামিয়ে তার সঙ্গে করমর্দন করে শি বলেন, ‘আগে পরিবেশ তৈরি করুন।’ এরপরই স্থান ছাড়েন দুই নেতা।
জাস্টিন ট্রুডো গত মঙ্গলবার শি চিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছিলেন। ট্রুডোর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি কানাডার নির্বাচনে চীনা হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেদিন শি চিনপিংয়ের সঙ্গে ১০ মিনিটের কথোপকথনে ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়া ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে কথা হয় ট্রুডোর।
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলন শুরু হয় গত মঙ্গলবার। দুদিনব্যাপী এ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে মূল আলোচনা করেন বিশ্বনেতারা।
-বাবু/এ.এস