মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
টানা জয়ে শেষ আটে বসুন্ধরা কিংস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৫:২৯ PM
টানা দুই জয়ে স্বাধীনতা কাপের শেষ আট নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে কিংস। জোড়া গোল ডোরিয়েল্টন গোমেজের, অন্যটি রাকিব হোসেনের। এর আগে প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ১৪-০ গোলে বিধ্বস্ত করেছিল অস্কার ব্রুজোনের দল।

নবাগত আজমপুরের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রবসন রোবিনহোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন। প্রথমার্ধে আরো কয়েকবার আক্রমণ শানায় কিংস কিন্তু আজমপুরের গোলরক্ষক রাজীবকে পরাস্ত করতে পারেনি। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডোরিয়েল্টন গোমেজ। দ্বিতীয়ার্ধের যোগ করা প্রথম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ডরিয়েল্টন।

দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে ফকিরেরপুলকে ৪-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই জয়ে শেষ আট নিশ্চিত হয়েছে তাদেরও। প্রথম ম্যাচে আজমপুরকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আবাহনী।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত