মুক্তিযুদ্ধের চেতনায় লালিত শিশু কিশোর সংগঠন তরা (হিজল) খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) ঘিওর উপজেলার তরা গ্রামের রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা, উপজেলা ও বিভিন্ন শাখা আসরগুলোর প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেয়।
নূর মোহাম্মদ নূরু মাস্টারের এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আরশেদ আলী মাস্টার, জেলা কমিটির সভাপতি আ. হালিম, জেলা কমিটির সাধারণ সম্পাদক পংকজ পাল, সাংস্কৃতিক কর্মী তপন সাহা, মো. সূর্য , তপন সূত্রধরসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্ডীদাস বসাক ৷
সম্মেলনে বক্তারা বলেন, নগরায়নের এই যুগে খেলাঘরের মতো শিশু সংগঠনে শিশুদের অংশগ্রহণ কমে যাচ্ছে। ফলে শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে ৷ সবাই বেশি নম্বর অর্জনের দিকে জোর দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য, দেশপ্রেমিক হওয়া এবং শিশু কিশোরদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে অভিভাবকদের প্রতি শিশুদের এ সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানান।
সম্মেলনের মাধ্যমে নূরু মোহাম্মদ নূরুকে সভাপতি এবং তপন কুমার সূত্রধরকে সাধারণ সম্পাদক করে পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ৷ জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনের সময় খেলাঘরের সদস্যরা জাতীয় সংগীত, সংগঠনের সংগীত এবং নৃত্য পরিবেশন করে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয় ৷
বাবু/এসআর