রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
কাতার বিশ্বকাপ ২০২২
৭ ম্যাচ খেলতে চায় স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৬:৩০ PM আপডেট: ০৭.০২.২০২৩ ৫:২৪ PM
সবশেষ ২০১২ সালে ইউরাপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর কেটে গেছে ১০ বছর। আর কোনো টুর্নামেন্টেই সাফল্য পায়নি স্পেন। বর্তমানেও তাদের স্কোয়াডে নেই বড় কোনো তারকা। তবে তারুণ্য নির্ভর দলটি দারুণ সম্ভাবনাময়। কোচ লুইস এনরিকেও আশাবাদী। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের বিশ্বাস, বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত যাবেন তারা।

২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন এবারের আসরের প্রস্তুতি শেষ করেছে দারুণ এক জয়ে৷ বৃহস্পতিবার প্রীতি ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে এনরিকের দল।

জালের দেখা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি, মিডফিল্ডার গাভি এবং স্পেনের হয়ে তৃতীয় ম্যাচ খেলা নিকো উইলিয়ামস।

এই তরুণদের কাঁধে চেপেই বিশ্ব সেরার মঞ্চে দারুণ কিছুর স্বপ্ন দেখছে স্পেন। তাদের সঙ্গে আছেন সের্হিও বুসকেতস ও জর্দি আলবাদের মতো আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ জয়েক জনও।

২০১০ বিশ্বকাপের পর বিশ্ব সেরার মঞ্চে আর শেষ ষোলোর গন্ডিই পার করতে পারেনি স্পেন। আসছে আসরে ব্যর্থতার সেই জাল ছিড়তে চান তিনি, খেলতে চান লুসাইলের ফাইনালে।

জর্ডান ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাবেক বার্সেলোনা কোচ এনরিকে বলেন, ফাইনালে যাওয়ার লক্ষ্যে খেলবে তার দল।

“ফিফা র‍্যাঙ্কিংয়ে আমরা সপ্তম। আমাদের লক্ষ্য কাতারে সাতটি ম্যাচ (ফাইনাল) খেলা। (জর্ডানের বিপক্ষে) দলকে আমি ভালো খেলতে দেখেছি, যদিও বিশ্বকাপের এত কাছাকাছি ম্যাচ খেলার সেরা সময় নয় এটি।”

“আমি মনে করি, আমরা একটি ভালো ম্যাচ খেলেছি। ফলাফল আজ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু জয় সবসময়ই ভালো অনুভূতি দেয়।”

আগামী ২৩ নভেম্বর কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে 'ই' গ্রুপে স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

এই গ্রুপের অন্য দুই দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও জাপান।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত