ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ ঘিরে উত্তেজনা শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। উত্তেজনার ঢেউ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। পুরো হল ছেয়ে গেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকায়, সেই সঙ্গে রয়েছে প্রিয় খেলোয়াড়ের ছবি।
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিলেও বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক যে সবচেয়ে বেশি, তা বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের উন্মাদনা দেখলে।
বাবু/এসআর