বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
এবার মৃত্যু নিয়ে যে কথা বললেন অভিনেত্রী শ্রীলেখা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৮:৪৩ PM
কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় মনে যা আসে বলে দেন খোলাখুলি। এবার যেমন লিখলেন, ‘দয়া করে RIP লিখবেন না আমার শোকে’। কেন এমন কথা বললেন তিনি?

কলকাতার নেটিজেনরা গভীরভাবে চাইছেন মৃত্যুমুখ থেকে ফিরে আসুক ঐন্দ্রিলা। এসবের মাঝেই মৃত্যুর কথা বললেন অভিনেত্রী।


কিছুটা যেন বিষাদের সুরই ভেসে এল লেখা থেকে। যদিও নিজের করা পোস্ট মুছে দেন কিছুক্ষণের মধ্যেই। তবে সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে।
ফেসবুকে লিখেছিলেন,‘অনেক তো বয়স হল জীবন কিছু কম দেখলাম না। মা-বাবা নেই, মেয়েটাও বড় বেশি স্বাধীনচেতা। একদিক ভালো আমাদের মতো বুড়ো বয়স অবধি মা-বাবার লেজ ধরা না। কিছু কাজ বাকি সেগুলো তাড়াতাড়ি করে যেতে চাই। বাদবাকি নিজের জীবন তো কাটিয়ে ফেলেছি। কোনও খেদ নেই, কোনও অভিযোগ নেই। মৃত্যুকে ভয় করি না, বরং ওটাকে একটা অ্যাডভেঞ্চার মনে হয়। শুধু অনেক লিপস্টিক আছে, ওগুলো কাউকে প্রাণে ধরে দিতে পারব বলে মনে হয় না। ’, লেখেন শ্রীলেখা মিত্র ফেসবুকে।

এখানেই থেমে থাকেননি তিনি। লেখার সঙ্গে আরও যোগ করেন, ‘আমার যে চারপেয়ে বাচ্চাগুলো আছে, সেগুলো মেয়ে দেখে নিতে পারবে। সওদা করতে চাই ওপরওয়ালার সঙ্গে। যাদের অনেকটা পথ চলা বাকি তাদের রাখো সুস্থ করে পরিবর্তে যদি ইচ্ছে হয়… আমি প্রস্তুত, আর আপনাদের বলছি দয়া করে RIP লিখবেন না আমার শোকে। আমি আনন্দে যাব। শান্তিতে বিশ্রাম নেব। অযথা চিন্তিত হবেন না। তার চেয়ে অনলাইন ডেটিং বা শপিং করুন। ’

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত