ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোঃ সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাঁর নিজ গ্রাম পৌরশহরের নারায়ণপুরবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয় গ্রামবাসী।
পরে আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত হাসান আবিরের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, পৌরশহরের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খান, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, জাতীয় পার্টি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বন্দরের ব্যবসায়ী আক্তার হোসেন সাজু প্রমুখ।
বক্তারা জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ সাইফুল ইসলামকে অভিনন্দন জানান। নিজ সামর্থের মধ্যে সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান।
সংবর্ধিত অতিথি জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম তাঁকে নির্বাচিত করায় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সকলের দোয়া চায়।
-বাবু/এ.এস