কয়েকদিন আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি লিওনেল মেসিকে। করেছেন একা অনুশীলন। তখনই শঙ্কাটা জোড়ালো হয়েছিল মেসির ফিটনেস নিয়ে।
তবে স্বস্তির খবর দিয়েছে স্প্যানিশ মার্কা সংবাদমাধ্যম। বলা হয়েছে, আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট মেসি। তার মানে, শুরু থেকেই মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা।
আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে ৯০ মিনিটই খেলেছিলেন মেসি। সে ম্যাচে গোলও করেছিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |