বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সানফ্লাওয়ার লাইফের ওপর আইডিআরএ’র অসন্তোষ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৫:৪৩ PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ওপর অসন্তোষ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, অলাভজনক বিনিয়োগ ও বিপুল পরিমাণ বিমা দাবি পরিশোধ না করায় সোমবার (২১ নভেম্বর) কোম্পানির পর্ষদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে আইডিআরএ। কোম্পানির পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এ অসন্তোষ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বিষয়টি নিশ্চিত করেছেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। তিনি বলেন, বিমা দাবি আদায় নিশ্চিত ও বিমা খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজ সানফ্লাওয়ার লাইফের পর্ষদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের সঙ্গে কথা বলে বোঝা গেছে কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করছে না। আলোচনার পর কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় হ্রাস, লাইফ ফান্ড যথাযথ বিনিয়োগ এবং দ্রুত বিমা দাবি পরিশোধসহ সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, আইডিআরএ চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় কর্তৃপক্ষের সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানসহ পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কোম্পানিটির বিমা প্রিমিয়াম আয়, বিমা রিনিউয়ের হার, ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ডের পরিমাণ, বিনিয়োগ, অনিষ্পন্ন বিমা দাবির পরিমাণ, পরিশোধিত বিমা দাবির পরিমাণ ইত্যাদি বিষয় সভায় উপস্থাপন করা হয়। সভায় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, অলাভজনক বিনিয়োগ ও বিপুল পরিমাণ অনিষ্পন্ন বিমা দাবির বিষয়ে আইডিআরএ-র পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।

বিস্তারিত আলোচনার পর কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় কমানো, লাইফ ফান্ড যথাযথ বিনিয়োগ এবং দ্রুত বিমা দাবি পরিশোধসহ সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত