রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
ইরাকের কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮:২১ PM
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২২ নভেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তেহরান অভিযোগ করছে, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য কুর্দি গোষ্ঠীর সদস্যরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আশ্রয় নিয়েছে। এই কারণে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ইরাকে হামলা চালানো হয়েছে। 

গত সপ্তাহে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরানের কুর্দি গোষ্ঠীগুলোর সদর দফতরে রকেট ও ড্রোন হামলায় অন্তত দু’জন নিহত ও ১০ জন আহত হন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত