ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দেওয়ান বাজারে আউটলেটে নানা আয়োজনে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে দেওয়ান বাজারে আউটলেটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এজেন্ট ব্যাংকিং) এর কার্যালয়ে অত্র ব্যাংকের আয়োজনে দোয়া, কেক কাটা ও গ্রাহকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, দেওয়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা উবায়দুল্লাহ, এজেন্টের স্বত্বাধিকারী মাওলানা আবুল ফজল কামল, দেওয়ান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মুজিবুর রহমান, মো. মিজানুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ হিমেল, মাহমুদুল হাসান সুজন, কাজী তুষার, শামসুজ্জামান চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন প্রধান তানভীর হাসান আকাশ, নাজমুল হাসান সহ আউটলেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের গ্রাহকরাবৃন্দ।
বাবু/জেএম