চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ না পাওয়ায় শুরু থেকেই দল পরিবর্তনের চেষ্টা করেছেন রোনালদো। ভাঙনের শুরুটা সম্ভবত সেখান থেকেই। তবে তখন রোনালদোকে রেখে দিতে বদ্ধপরিখর ছিল ইউনাইটেড। এমনকি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইউনাইটেডে থাকার জন্য তাকে সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে দিয়েও অনুরোধ করানো হয়েছিল।
জোর করে রেখে দিলেও চলতি মৌসুমে মাঠের ফুটবলে একেবারেই বর্ণহীন ছিলেন রোনালদো। তবে তার চেয়েও সমালোচনা বেশি ছড়িয়েছে মাঠের বাইরে তার কর্মকান্ড। প্রায়শই মাঠের বাইরে তার কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ এরিক টেন হাগ। শুরুর দিকে রোনালদো নিশ্বচুপ থাকলেও মুখ খুলেছেন বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে। এক সাক্ষাৎকারে কোচ ও ক্লাব নিয়ে বেশকিছু নেতিবাচক মন্তব্য করে আবার আলোচনায় তারকা এ ফুটবলার। এবার ভাঙনটা ছিল সুধু সময়ের অপেক্ষা।
অবশেষে এলো সেই ঘোষণা। দুপক্ষের সম্মতিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন রোনালদো। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইংলিশ ক্লাবটি। বিবৃতিতে তারা লিখেছে, ‘দুপক্ষের সম্মতিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্দান্ত নিয়েছেন রোনালদো। ক্লাবে তার অবদানের জন্য ধন্যবাদ
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |