শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ইউরোপীয় পার্লামেন্টে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৭:৩৩ PM
ইউরোপীয়ান পার্লামেন্ট রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র ( এ টেরোরিস্ট রেজিম)’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা এবং আন্তর্জাতিক আইন অবমাননার জন্য রাশিয়াকে এই ভূষণে আখ্যায়িত করে বিশ্বের দেশগুলোকেও এই পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ইউরোপীয়ান পার্লামেন্টে এই প্রস্তাব ৪৯৪ ভোটে পাস হয়েছে। ৫৮ জন সংসদ সদস্য এর বিপক্ষে ভোট দেন এবং ৪৪ জন বিরত ছিলেন। পার্লামেন্ট সদস্যরা ( এমইপি নামে পরিচিত) বলছেন,  এই আইনি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিবে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার পর ইইউ রাশিয়ার ১ হাজার ২৪১ জন ব্যক্তি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ১১৮টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হবে।

সূত্র: সিএনএন

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত