পেনাল্টি থেকে এগিয়ে গেলো জার্মানি। ১-০ গোলে এগিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩১ মিনিটে জাপানি গোলরক্ষক গন্ডা ফাউল করে বসেন বল বাঁচাতে গিয়ে।
শাস্তি স্বরূপ পেনাল্টি পায় জার্মানি। এর আগে বার কয়েক আক্রমণ করেও গোলের দেখা পাননি গুন্ডোগান। এবার আর মিস হয়নি।
বাম দিকে নিখুঁত শটে পরাস্ত করেন জাপানি গোলরক্ষককে।