সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কাতার বিশ্বকাপ
নেইমারকে নিয়ে আত্মবিশ্বাসী তিতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৪:৪৬ PM আপডেট: ২৫.১১.২০২২ ৪:৪৮ PM
বৃহস্পতিবার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় ব্রাজিলের। কিন্তু বড় ধাক্কা খেয়েছে তারা নেইমারের গোড়ালির ইনজুরিতে। দুটির একটি গোলে অবদান রাখা এই ফরোয়ার্ডকে বিশ্বকাপে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে নেইমার বিশ্বকাপে টিকে থাকবেন, আত্মবিশ্বাসী কোচ তিতে।

দলের স্ট্রাইকারের ইনজুরি সম্পর্কে জানা ছিল না স্বীকার করে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে নেইমার খেলা চালিয়ে যাবে, বিশ্বকাপে খেলা চালিয়ে যাবে। আমি নেইমারকে আঘাত পেতে দেখিনি। এটা মোকাবিলার করার সামর্থ্য তার ছিল, এমনকি সেও আমাকে রহস্যের মধ্যে রেখেছিল।’

টিম ডক্টর রদ্রিগো লাসমার বলেছেন, নেইমারের ইনজুরি পর্যবেক্ষণের আগে ব্রাজিলকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ‘আগামীকাল আমরা একটি নতুন মূল্যায়ন করবো। এখন আমাদের অপেক্ষা করতে হবে। তার অবস্থা নিয়ে আগেভাগে মন্তব্য করতে পারি না আমরা।’

ম্যাচ জয়ের নায়ক রিচার্লিসন তার সতীর্থের ইনজুরি নিয়ে বলেছেন, ‘দেখে মনে হয়েছে তার গোড়ালিতে ব্যথা। আমি তাকে বলেছিল বরফ রাখতে, তাকে আমরা পরের ম্যাচে শতভাগ চাই। আমি যখন হোটেলে ফিরবো, তখন আবার জানবো তার কী অবস্থা।’আগামী ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজার‌ল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে ব্রাজিল।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত