ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চলতি বছর ৩৪ জনকে অস্থায়ী সদস্যপদ দিয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করা হয়েছে।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি নতুন সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী ও সিনিয়র সদস্য আমিনুর রহমান তাজ।
বাবু/এসআর