ব্রাজিলের তারকা রিচার্লিসন কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাতিয়ে দিয়েছেন। জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন দারুণ জয়। আজকের এই রিচার্লিসনের শৈশব কৈশোর কিন্তু মোটেও মসৃণ ছিল না। ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশের নোভা ভেনিসিয়া শহরের যেখানে তার জন্ম, সেটা ছিল মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য।
প্রায় ১১ বছর আগের কথা। রিচার্লিসন তখন ১৪ বছরের কিশোর। এক মাদক ব্যবসায়ী নিজের দলের এক ছেলের সঙ্গে রিচার্লিসনকে গুলিয়ে ফেলেছিলেন। তিনি মনে করেছিলেন, রিচার্লিসন হয়তো তাঁর দল ছেড়ে পালিয়ে এসেছেন। তার পরের ঘটনা নিয়ে রিচার্লিসন কিছুদিন আগে এক সাক্ষাতকারে বলেছিলেন, 'একদিন আমরা ছোটরা রাস্তায় খেলছি। হঠাৎ এক মাদক ব্যবসায়ী সন্ত্রাসী খেলা থামিয়ে আমার মাথায় বন্দুক তাক করল! সে ভেবেছিল, আমি হয়তো তার দলেরই ছেলে, পালিয়েছি। '
সন্ত্রাসীর হাত থেকে মুক্ত হওয়ার ঘটনা নিয়ে রিচার্লিসন আরও বলেন, 'সে আমাদের হুমকি দেয়, আবার যদি তার মুখোমুখি আমি হই, তাহলে বন্দুকের ট্রিগার টিপে দিতে তার এতটুকু সময় লাগবে না। কী মনে করে, সে সেদিন আমাকে ছেড়ে দিয়েছিল! ওই সময় আমার অনেক বন্ধুরা রাস্তায় মাদক বিক্রি করত। সহজে টাকা উপার্জনের জন্য এটা ছিল দারুণ সুযোগ। ঠিকঠাক মাদকদ্রব্য বিক্রি করতে পারলে বেশ ভালো অর্থ পাওয়া যেত। কিন্তু আমার মা-বাবা আমাকে শিখিয়েছিলেন, এভাবে অর্থ আয় করা ঠিক নয়। '
বাবু/এসআর