সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মেসির শারিরীক অবস্থার খবর জানালেন স্ক্যালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৯:৪৭ AM
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারার পর খবর রটেছিল ইনজুরিতে লিওনেল মেসি। এমনকি পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেসব খবরকে এবার উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। 

মেক্সিকো ম্যাচের একদিন আগে গতকাল স্ক্যালোনি নিশ্চিত করেছেন মেসি মেক্সিকোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছেন। কোচ বলেন, 'সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লিও আমাদের অন্যান্য সতীর্থদের মতো ভালো করছে। লিও শারিরীক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই।'

মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে স্ক্যালোনি বলেন, 'আমরা জানি পরবর্তী ম্যাচ একটি গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ তরুণ খেলোয়াড়রা এটা জানে যে সবকিছুই মাঠে করে দেখাতে হবে। আমাদের উপরই সব নির্ভর করছে, তাই আমাদের মাঠে সবকিছু দিতে হবে।'

আজ শনিবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। হারলেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে দুইবারের এই চ্যাম্পিয়ন দল।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত